সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে কুমিরা নৌ-পুলিশ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি বোট আটক করেছে। গত শুক্রবার পাহাড়তলী থানায় মামলা পরবর্তী সারগুলো কুমিরা নৌ-পুলিশের জিম্মায় রয়েছে।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, আমার নেতৃত্বে এসআই আব্দুর রহমান সওদাগর, এএসআই আব্দুল আলীম, মো. রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম সমন্বয়ে গঠিত টিম অভিযানটি পরিচালনা করে। সিএমপির পাহাড়তলী রাণী-রাশমনির ঘাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে জানতে পারি, আনোয়ারা থানাধীন কর্ণফুলী সার কারখানা থেকে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) কর্তৃক ক্রয়কৃত ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোট পাহাড়তলী খেজুরতলা ট্রলার ঘাটে অবস্থান করছে। এরপর আমরা খেজুরতলা ট্রলার ঘাটে যাই। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় এফ.বি আবদুর রহমান-১ বোটে রক্ষিত ৩৪০ বস্তা সার উদ্ধার করি। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট সারের পরিমান ১৭ হাজার কেজি।
তিনি বলেন, শুক্রবার রাতে মামলা পরবর্তী সারগুলো আমাদের জিম্মায় রেখে মাননীয় আদালতকে দ্রæত সময়ের মধ্যে নিলামে বিক্রির অনুমতি প্রদানের আবেদন করেছি।
অনুসন্ধানে জানা গেছে, আসামি আব্দুল করিম ইঞ্জিন চালিত বোটটির মালিক এবং জসীম উদ্দিন বোটটির চালক। তারা সার পরিবহন ও বিতরণে যুক্ত বিভিন্ন গোষ্ঠির সাথে যোগসাজশ করে কর্ণফুলী সার কোম্পানি থেকে ক্রয়কৃত সার অবৈধভাবে বিসিআইসির কেরিং কন্ট্রাক্টর কিংবা অন্যান্য উৎস থেকে সংগ্রহ করে। এসব সার শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার পাচারের চেষ্টা করছিল। বোটটি জব্দ তালিকায় রয়েছে। এ ঘটনায় আব্দুল করিম ও জসীম উদ্দিনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানায় মামলা হয়েছে।