পূর্ব মাদারবাড়ির সদরঘাটে মিথ্যা রাজনৈতিক সম্পৃক্ততা প্রচার করে স্থানীয় একটি পরিবারের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছে। হামলা, হত্যার চেষ্টা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তারা।
সম্প্রতি নগরের লাভলেইন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন চট্টগ্রামের মাদারবাড়ি মহল্লা সমাজ পরিষদের যুগ্ম সম্পাদক মাহবুবুর উর রহমান। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা হলেন- একই এলাকার প্রতিবেশী মো. রাশেদ, মো. ফরিদ, মো, মারুফ ও মো. মাসুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুবুর উর রহমান। তিনি অভিযোগ করে বলেন, আমি সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। মাঝিরঘাট রোডের ২১১ নম্বর বাড়িতে আমরা পাঁচ ভাই বসবাস করি। বর্তমানে ব্যবসাই আমার পেশা। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। কিন্তু হঠাৎ করে আমাদের প্রতিবেশী মো. রাশেদ, মো. ফরিদ, মো. মারুফ ও মো. মাসুদ দীর্ঘদিন থেকে আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি, ধমকি ও লাঞ্ছিত করে আসছে। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে তিনি বলেন, তাদের নানাবিধ অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে প্রতিকারের আশায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়েছি। সদরঘাট থানায় জিডি করেছি। শান্তিপূর্ণ সমাধানের আশায় ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু তারা কোন কিছুর তোয়াক্কা না করে আমাদের হুমকি ধমকি দেয়া অব্যাহত রাখে। ৬ আগস্ট সন্ধ্যায় আমার বাড়ির পিছনের অংশে থাকা সিসি ক্যামেরা ভেঙ্গে দেয়। রাতে ১০-১২ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে আমার পিছনের অংশে থাকা জায়গা দেয়াল তুলে দখল করে নেয়। মাদারবাড়ি মহল্লা সমাজ পরিষদের যুগ্ম সম্পাদক মাহবুবুর উর রহমান বলেন, বাড়ির প্রবেশপথে তারা পাহাড়ায় থাকে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল টিমের সহযোগিতায় আমি বাড়িতে আসি। সেনাবাহিনীর অভিযোগ কেন্দ্রে অভিযোগ দায়ের করি। কিন্তু উল্টো ১৪ আগস্ট আমাদের বিরুদ্ধে তারা দেওয়ানী মামলা দায়ের করে। ৯ অক্টোবর তার উপর হামলা করা হয় অভিযোগ করে তিনি বলেন, মো. ফরিদ ও মো. রাশেদের নেতৃত্বে ১৫-২০ জন লোক আমাকে ঘেরাও করে নির্যাতন চালায়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহবুবুর রহমান তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষীদের দ্রæত আইনের আওতায় আনার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে মাহবুব রহমানের স্ত্রী মেহেরুন্নেসা, বড় ভাই আব্দুল মতিন, হাবিবুর রহমান, মাদারবাড়ি মহল্লা সমাজ পরিষদের যুগ্ম সম্পাদক মো. মর্তুজা, মহল্লার সদস্য বাদশা মিয়া, হাজী নুরুল ইসলাম ও জুনায়েদ রহমান শান্ত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি