মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাউজান ইটভাটা মালিক সমিতির

1

রাউজান প্রতিনিধি

রাউজানে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে উল্লেখ করে মামলায় জড়ানোর অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাউজান ইটভাটা মালিক সমিতি। এতে একাতত্মা প্রকাশ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দও। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল রবিবার দুপুরে উপজেলা সদরের জলিল নগর বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রাউজান ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান কোম্পানির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডের ওয়াহেদ খীল এলাকার এস.এম শহিদ উল্লাহ রনি, বঙ্গমাতা চট্টগ্রাম উত্তরজেলা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক। তিনি ২৩ ডিসেম্বর সাজানো, মিথ্যা চাঁদাবাজির মামলায় আমি রাউজান ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান কোম্পানী, ইটভাটা মালিক সমিতির অর্ন্তভূক্ত মো. সেলিম (৫০), ফোরকান উদ্দিন চৌধুরী প্রকাশ খালেক কোম্পানীর নাম উল্লেখ করেছেন। এরপর তিনি নানাভাবে আমাদের নামে বিভিন্ন অপপ্রচার করেছেন। যা স্বনামধন্য ইটভাটা মালিক এবং ব্যবসায়ী হিসেবে আমাদের মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আমাদের নামে মামলায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার করা হয়েছে, তার বিচার চাই।
সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল হক, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, রাউজান ইটভাটা মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন, মোহাম্মদ হাসেম, বিএনপি নেতা রুমান, শাহ্ আলম , আব্দুল মন্নান মনি, মোহাম্মদ সেলিম কোম্পানি, রফিকুল ইসলাম বাচা কোম্পানি, আব্দুল খালেক কোম্পানি, মনজু খান, বিএনপি নেতা মোহাম্মদ জসিম মেম্বার, সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ এষতিয়ার।