মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা ও উপ-শাখা, ইসলামি ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলন উদ্বোধন করেন এবং এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি ছিলেন।
ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান, শাখা ও উপ-শাখার ম্যানেজার এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন। বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫- এর শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি