ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পা রাখলেন এই নায়িকা। এবারের জন্মদিন পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে ঘরোয়া আয়োজনেই উদযাপন করবেন মিম। বড় কোনো পরিকল্পনা সাজিয়ে রাখেননি তিনি।
ছোট বেলায় জন্মদিন পালন করলেও, এখন আর তেমন আয়োজন করা হয় না মিমের। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। দীর্ঘদিন ধরেই সিনেমার ব্যস্ততা নেই মিমের। যে কারণে গুঞ্জন, খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন তিনি। আসলেই কি তাই?