আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রেডিও টুডে ও প্রাইম ভিশনের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার ‘সর্বজয়া মা সম্মাননা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন বøæ মোহনা বলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এতে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আমাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে সরিয়ে রাখতে চায়। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মা থাকলে ধন-সম্পদ না থাকলেও চলবে, কিন্তু মা না থাকলে সবকিছু থাকলেও কিছুই থাকে না।’
মেয়র আরও বলেন, ‘আমার জীবনে আজ পর্যন্ত যা কিছু অর্জন, তার সবটুকুই আমার মায়ের জন্য। তিনি আমাকে বিনা বিরক্তিতে সবসময় ভালোবাসা, সেবা আর সাহস দিয়েছেন। রাজনীতির কঠিন সময়ে যখন জেল, নির্যাতন, লাঞ্ছনা মোকাবিলা করতে হয়েছে, তখন আমার মা-ই ছিলেন আমার শক্তির উৎস।’ তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমাকে যখন কাশিমপুর কারাগারে নেয়া হয়, তখন আমার মা একাই নির্বাচনী দায়িত্ব সামলেছেন। এমনকি নির্বাচনের আগের রাতে পুলিশ বাসায় হামলা চালিয়ে আমার মাকে গালিগালাজ করে, বাথরুমের দরজা পর্যন্ত ভেঙে দেয়। এই যে নির্যাতন, এসব মায়েরাই মুখ বুজে সহ্য করেন। সেই শক্তি আর সহ্যশক্তির জন্যই আমরা সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারি।’
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আজকের এই দিন আমার জন্য অনেক কষ্টের স্মৃতি বহন করে। একবার শবে বরাতে মা আমাকে ফোন করে বলেন, তোমার জন্য রুটি বানিয়ে রেখেছি, তাড়াতাড়ি বাসায় আসো। কিন্তু সেই রাতেই আমাকে গ্রেপ্তার করা হয় এবং আমি মায়ের হাতে বানানো রুটি আর খেতে পারিনি। এভাবেই আমার মা আমাকে শক্তি জুগিয়েছেন রাজনৈতিক পথচলায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন; জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, টি কে গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক, ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এবং এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের পরিচালক অভিমন্যু সাহা। অনুষ্ঠানটি ছিল মা দিবস উপলক্ষে মায়েদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন, যেখানে বক্তারা মা-বাবার প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন। খবর বিজ্ঞপ্তির