বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মায়ের জন্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজনে। যদিও মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন বা দিবসের প্রয়োজন হয় না। তবুও বিশেষ এই দিনে সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশের চেষ্টা করেন। শোবিজাঙ্গনের তারকারাও তার ব্যতিক্রম নয়। বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন শুভেচ্ছাবার্তা ও অনুভূতি প্রকাশ করছেন তারা। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী মা দিবসে দুইজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন। একজন তার গর্ভধারিণী মা, অপরজন শাশুড়ি মা (শাকিব খানের মা)। এরপর বুবলী লেখেন, ‘আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’