মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের সভা

2

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের সভা গতকাল বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজীবন সদস্য লায়ন মোহাম্মদ নুরুল আফসার চৌধুরীর সভাপতিত্বে এবং মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আজীবন সদস্য, বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট সালামত আলী চৌধুরী, ফজলুল করিম মুন্না, আবু তাহের, ইউসুফ বাহার চৌধুরী, মোহাম্মদ রাকিবুল আমিন, আমিনুল ইসলাম আমিন, রোটারিয়ান সোলায়মান বাচ্চু, হাসিনা আক্তার লিপি, মোহাম্মদ ফারুক, এম এ সারোয়ার, মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোহাম্মদ রেজা, মো. রবিউল হাসান, মো. মহিউদ্দিন মুন্সি, সৈকত বড়–য়া, একেএম আলতাফ হোসেন, মো. ফজলুর রহমান, মজুমদার স্বপন, আবুল হোসেন, মো. সাইফুদ্দিন সিদ্দিকী, হাজী হোসেন আহমেদ, মো. ফজলুল করিম মজুমদার মুন্না, এম এ সালাম চৌধুরী,জাহেদ কাউসার, মো. মুহিতুল আলম, মো. হেলাল উদ্দিন, সাফায়েত আহম্মেদ পিন্টু, মির্জা ইমতিয়াজ শাওন, আবু তাহের প্রমুখ।
প্রাথমিকভাবে ১২৪ সদস্যের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের কমিটি গঠনের প্রস্তাব করা হয়। বক্তারা বলেন, দুজন আজীবন সদস্যের প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে সাধারণ সভায় আজীবন সদস্য ফি পাঁচ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় রূপান্তর করা হয়, যা হাজার হাজার পেশাজীবী, ব্যবসায়ী মহল, ডাক্তার মহল, প্রকৌশলী মহল, আইনজীবী, সাংবাদিক, সর্বস্তরের জনতার আজীবন মেম্বার হওয়ার আকাক্সক্ষাকে রুদ্ধ করে দেয়। গুটিকয়েক কমিটির মেম্বার পুরো হাসপাতাল জিম্মি করে রেখেছে এবং বিভিন্ন প্রজেক্ট, ক্রয় কমিটির মাধ্যমে পবিত্র বাজেট তছনছ করছে।
অজানা কারণে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এখনো প্রশাসক এবং অ্যাডহক কমিটি নিয়োগ প্রদান করেনি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বিভাগের প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি