মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

5

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি ১৩ জুলাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের নিয়মিত কার্যনির্বাহী কমিটির সভায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মহিউদ্দিন, সিনিয়র সহকারী সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) স্নেহাশীষ দাশ, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ মো. আজিজ নাজিমউদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মো. আহসান উল্লাহ, ডোনার মেম্বার মো. শহীদ উল্লাহ, প্রফেসর ড. ইঞ্জি. রশীদ আহমেদ চৌধুরী, মেম্বার প্রফেসর ডা. কামরুন নেসা (রুনা), প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, মো. হারুন ইউসুফ, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মনজুরুল আলম চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা। সচিব হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের বক্তব্য শুনেন এবং সরকারের পক্ষ থেকে অনুদান বৃদ্ধিসহ সহযোগীতার আশ^াস প্রদান করেন। এর আগে সচিব ক্যান্সার ইনস্টিটিউট, আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবা, পরিবেশ ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি