চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস এন্ড গাইনী বিভাগের নতুন স্বাস্থ্য সেবা ওয়েল ওম্যান ক্লিনিক ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর ভাইস গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর এবং ওয়েল ওম্যান ক্লিনিক এর কার্যক্রমের বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন প্রমুখ।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, বেসরকারি পর্যায়ে এধরনের হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা সবাই কাজে লাগাতে পারেন। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই হাসপাতালের উন্নয়নে আমার নিজের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সম্ভব সকল সহযোগীতা করবো।
সভায় বক্তারা বলেন, এই ওয়েল ওম্যান ক্লিনিক স্বাস্থ্যসেবায় মহিলাদের জন্য একটি নতুন ধারণা। এর মাধ্যমে মহিলাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী মহিলাদের গর্ভকালীন স্বাস্থ্য সেবা, ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব) বিষয়ে প্রয়োজনীয় কাউন্সিলিং, জরায়ু মুখ ক্যান্সার নির্ণয়সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এছাড়া বয়স্ক মহিলাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও এই ক্লিনিক থেকে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, মোহাম্মদ আবুল হাশেম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. উম্মে বিরজিস আক্তার সাফিয়া বানু, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম জালাল উদ্দিন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, প্রফেসর ডা. তাহেরা বেগম, এনেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. নাসির উদ্দিন, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, অবস এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অবস এন্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুনিরা জামাল। বিজ্ঞপ্তি