নিজস্ব প্রতিবেদক
সাবেক মেয়র ও সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতের মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। গত বুধবার বিচারপতি আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিওল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অর্থঋণ মামলার উপর রুলজারি এবং মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। একই সাথে মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অর্থঋণ আদালতের ডিগ্রি ও জারী মামলাসহ সমস্ত নথিপত্র বিশেষ বাহকের মাধ্যমে আগামী ১০ কার্যদিবসের মধ্যে হাইকোর্টে দাখিল করার জন্য নথিসমূহ তলব করেছেন হাইকোর্ট।
মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষে রিট মামলা পরিচালনা করেন সাবেক এটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী ফিদাহ এম কামাল এবং এডভোকেট আবদুল মোমেন চৌধুরী।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ পরোয়ানা জারির আদেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘হাইকোর্ট আমার যাবতীয় নথি তলব করেছে। আমার বিরুদ্ধে অর্থঋণ আদালতের মামলার যাবতীয় কার্যক্রম স্থগিত করে দিয়েছেন।’