‘মাহতাব ভাইকে দেন’

147

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানে সামনের সারিতে চুপচাপ বসে ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। উত্তর ও দক্ষিণ জেলার দুই নেতা বক্তব্য রাখার পর প্রধানমন্ত্রী বলেন, ‘মাহতাব ভাই কই, মাহতাব ভাইকে দেন।’ কিছুটা হতবাক হয়ে স্পিকার হাতে নেন মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বক্তব্যকালে কবিতার পন্থিমালায় প্রধানমন্ত্রী ও জনসভার প্রশংসা করেন।
লাঙ্গল এবার নৌকায় : প্রার্থীদের প্রত্যেকের নাম বলে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। এ সময় চট্টগ্রাম- (হাটহাজারী) আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নাম বলতেই শেখ হাসিনা বলেন, ‘লাঙ্গল কই? উনি আছেন? লাঙ্গল এবার নৌকায় উঠে গেছে। এসময় মুচকি হাসেন ব্যারিস্টার আনিস।