নিজস্ব প্রতিবেদক
দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বাঁশখালীর মাস্টার নজির আহমদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজহিতৈষী ও দানবীর আলহাজ নজির আহমদ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালে আজকের এই দিনে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় গতকাল নগরীর কদমমোবারক শাহী জামে মসজিদে খতমে কোরআন ও বাদ মাগরিব দৈনিক পূর্বদেশ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্বদেশ কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পত্রিকার জি.এম কামরুল ইসলাম হোসাইনী। পূর্বদেশ এর সহকারী সম্পাদক আবু তালেব বেলাল এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল। মোনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী জুবায়ের আহমেদ।
মিলাদ মাহফিলে দৈনিক পূর্বদেশের ব্যবস্থাপক কামরুল ইসলাম হোসাইনী বলেন, মাস্টার নজির আহমদ বাঁশখালীর শিক্ষার উন্নয়নে মাস্টার নজির আহমদ কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজ করে বাঁশখালীসহ সারাদেশের অসংখ্য মানুষ জীবিকা নির্বাহ করছেন। ১১তম মৃত্যুবার্ষিকীতে ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।
আজ শুক্রবার বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে মাস্টার নজির আহমদ কলেজ ও আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাস্টার নজির আহমদ কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি থাকবেন সাউদার্ন ইউনিভার্সিটির কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মুহাম্মদ আলী, শিক্ষাবিদ ও গবেষক ড. শামসুদ্দীন শিশির, কলামিস্ট মুসা খান। অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে সকাল ৮টায় খতমে কোরআান, ৯টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দুপুর ১২টায় তবরুক বিতরণ করা হবে।
মরহুম নজির আহমদ মাস্টার ১৯৩০ সালে বাঁশখালীর নাপোড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে পশ্চাৎপদ বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করে অসংখ্য ছাত্রকে আলোকিত জীবনের সন্ধান দেন। নিজের সাত পুত্রকেও তিনি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। দেশের অর্থনীতি, শিক্ষা ও সমাজসেবায় তাঁর এ কীর্তিমান সন্তানরা অবদান রেখে চলেছেন। তাঁর গর্বের সন্তানরা দেশের অন্যতম করপোরেট শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রæপ প্রতিষ্ঠা করেন। পিছিয়ে থাকা দক্ষিণ বাঁশখালীতে অশিক্ষার অন্ধকার দূর করার জন্য তিনিই প্রথম কলেজ প্রতিষ্ঠা করেন। প্রবীণ এই সমাজহিতৈষী বাঁশখালীর মাস্টার নজির আহমদ কলেজ, আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসা ও জায়েদা খাতুন হেফজখানার প্রতিষ্ঠা করেন।
তিনি স্মার্ট মিডিয়া লিমিটেড ও দৈনিক পূর্বদেশ এর চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজুর রহমান সিআইপি, দৈনিক পূর্বদেশ এর প্রকাশক শফিকুর রহমান এবং সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির পিতা। সংসার জীবনে তিনি সাত পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন।
শিক্ষা অন্তঃপ্রাণ হিসেবে সমধিক পরিচিত মরহুম মাস্টার নজির আহমদ দীর্ঘ ৪৫ বছর শিক্ষকতা জীবনে এবং অবসর নেওয়ার পর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি আমৃত্যু প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার বিস্তার এবং মানবতার কল্যাণেই কাজ করে গেছেন। আমৃত্যু শিক্ষার আলো ছড়ানো মানুষটি শেষ জীবনে চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর পক্ষে কথা বলার জন্য প্রতিষ্ঠা করেন পাঠকনন্দিত পত্রিকা দৈনিক পূর্বদেশ। সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে পূর্বদেশ প্রতিষ্ঠার পর থেকে পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।
মাস্টার নজির আহমদের সন্তানরা প্রত্যেকে সমাজে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গুণী পিতার পদাঙ্ক অনুসরণ করে তারাও মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। মাস্টার নজির আহমদ ট্রাস্টের মাধ্যমে এলাকায় শিক্ষাসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন খাতের পাশাপাশি মানবকল্যাণে তারা অবদান রেখে চলেছেন।