স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেটের উত্তেজনাপূর্ণ ম্যাচে চিটাগাং রয়েলস ও চিটাগাং লিজেন্ড ম্যাচের শেষ ওভারে তাদের প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়।
বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচে চিটাগাং রয়েলস ৫ উইকেটে মাত্র ৩৯ রান করে। দলের পক্ষে ওপেনার রয়েল দাশ গুপ্ত একাই করেন ২৪ রান। আরেক ওপেনার ইস্তিয়াক আহমেদ করেন ৫ রান, রনি চৌধুরী শওকত অপরাজিত থাকেন ৬ রানে। এসএসএস মাস্টার্সের পক্ষে সুজন দাস নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে এসএসএস মাস্টার্স ৫ ওভারে ৩৮ রানেই থেমে যায়। প্রণব কুমার দাসের বোলিং ছিল ম্যাচ জয়ী—২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট। শেষ বলে দরকার ছিল ২ রান, ১ রান নিলেও ম্যাচ টাই হয়ে যায়। তখনই ১৭ রান করা দলের অধিনায়ক আবদুল আহাদ রিপন ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন। ফলে মাত্র ১ রানে ম্যাচ জিতে নেয় চিটাগাং রয়েলস। ম্যাচসেরা সুজন দাস গুপ্তের হাতে পুরষ্কার তুলে দেন চিটাগাং ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং লিজেন্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে সংগ্রহ করে ১০৬ রান। দলটির ব্যাটিং ধসে পড়লেও মিডল অর্ডারে আফতাব হাসান ও কাজী ফারুকের দৃঢ়তায় দল পৌঁছে যায় তিন অঙ্কের ঘরে। সিএম গোল্ডের পক্ষে ইদি আমিন নেন ৩ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে সিএম গোল্ড ভালো শুরু করলেও শেষদিকে চাপে পড়ে যায়। সবুজ নন্দি করেন সর্বোচ্চ ২০ রান, কিন্তু ইমতিয়াজ উদ্দিনের ৪ উইকেটের ঝলকে ৯৮ রানে গুটিয়ে যায় দলটি। ম্যাচসেরা ইমতিয়াজ উদ্দিন (চিটাগাং লিজেন্ড) এর হাতে পুরষ্কার তুলে দেন বিসিবির ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল।