মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবসে বাসদের (মার্কসবাদী) শ্রদ্ধা

1

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় চরিত্র, চট্টগ্রাম যুববিদ্রোহের সর্বাধিনায়ক মাস্টারদা সূর্যসেনের ৯১তম ফাঁসি দিবসে গত ১২ জানুয়ারি নগরীর জেএমসেন হলে সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা আহব্বায়ক আসমা আক্তার, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক জাহেদুন্নবী কনক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি রিপা মজুমদার প্রমুখ।
নেতৃবৃন্দ মাস্টারদা সূর্যসেনের চেতনায় শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহবান জানান। বিজ্ঞপ্তি