ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাঁদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ (গ্রোক থ্রি) কবে নাদাগ রিলিজ করবে- তা নিয়ে প্রযুক্তি বিশ্বে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এবারে ইলন মাস্ক নিজেই জানালেন কবে আসছে ‘গ্রোক ৩’। গতকাল (শনিবার) তিনি জানিয়েছেন যে, লাইভ ডেমো দেখানোর মাধ্যমে আগামীকাল (১৭ ফেব্রæয়ারি) ‘গ্রোক ৩’ রিলিজ করতে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠান এক্সএআই।
কখন দেখা যাবে লাইভ ডেমো?
‘গ্রোক ৩’ এআই চ্যাটবটের লাইভ ডেমো অনুষ্ঠানটি উপভোগ করা যাবে সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে। লাইভ ডেমোটি শুরু হবে সোমবার প্যাসিফিক সময় রাত ৮টায়, জিএমটি সময় মঙ্গলবার ভোর ৪টায় এবং বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টায়।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মাস্ক জানিয়েছে যে, গ্রোক ৩ তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং ১-২ সপ্তাহের মধ্যেই এটি রিলিজ করা হবে। কিন্তু শনিবারই তিনি জানালেন, ‘গ্রোক ৩’ আসছে দু’দিনের মধ্যেই।
দুবাই’তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সম্মেলনে গত বৃহস্পতিবার ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানেই তিনি গ্রোক ৩ এআই চ্যাটবটের সক্ষমতা সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেন। মাস্ক বলেন, ‘গ্রোক ৩-এর রিজনিং সক্ষমতা খুবই শক্তিশালী। এখন পর্যন্ত আমরা যে টেস্টগুলো করেছি তাতে গ্রোক ৩ এখন পর্যন্ত রিলিজ করা সবগুলো (ভার্সনকেই) পারফরম্যান্সের দিক দিয়ে ছাপিয়ে গেছে বলেই আমরা জানতে পেরেছি। তো এটি একটি ভালো লক্ষণ।’
উল্লেখ্য, গ্রোক-২ ও গ্রোক-২ মিনি ভার্সন দুটি গত বছরের আগস্টে রিলিজ করে এক্সএআই। এরপর থেকেই গ্রোক চ্যাটবটের সক্ষমতা নিয়মিত বৃদ্ধি পেয়েছে, যুক্ত হয়েছে নিত্যনতুন বিভিন্ন ফিচার। গত অক্টোবরে ‘ইমেজ’ বুঝতে পারার সক্ষমতা অর্জন করে গ্রোক। এর পরের মাসেই গ্রোকে যুক্ত হয় পিডিএফ রিড করার ও ওয়েবে সার্চ করার পারদর্শীতা। এক্সএআই’র তৈরি নতুন টেক্সট-টু-ইমেজ মডেল ‘অরোরা’ যুক্ত হয় ডিসেম্বরে। একই মাসে রিলিজ করা হয় গ্রোক চ্যাটবটের ওয়েব ও আইওএস অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপ আসে চলতি মাসের ৪ তারিখে। তথ্যসূত্র : রয়টার্স