মাসুদ স্মৃতি সংসদের ৩০ বছর পূর্তি উপলক্ষে স¤প্রতি বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিক ক্যাম্প, ছানি অপারেশন এবং মাসুদ স্মৃতি পরিবারের মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজন দুটি পর্বে বিভক্ত ছিল। মহান একুশের অমর শহিদের প্রতি সম্মান জ্ঞাপনের মাধ্যমে প্রথম পর্বের সূচনা হয়। সকাল ৮টা থেকে হাজী চান্দমিয়া সওদাগর প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জনকে ডায়াবেটিক চিকিৎসা ও ওষুধ প্রদান, ৩৫০ জনেরও অধিককে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান, ১০০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ এবং ৬০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। মাসুদ স্মৃতি সংসদের সার্বিক ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাব অব বেঙ্গল সিটির সহযোগিতায় এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব গভর্নর, লায়ন্স বেঙ্গল সিটির প্রেসিডেন্ট এবং মাসুদ স্মৃতি সংসদের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে সন্ধ্যায় ফরচুন স্পোর্টস এরিনায় আন্তঃফুটবল ফাইনাল ম্যাচে মাসুদ স্মৃতি লিজেন্ডস টাইব্রেকারে ৩-২ গোলে মাসুদ স্মৃতি ফাইটারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আন্তঃক্রিকেট ফাইনালে মাসুদ স্মৃতি ফাইটারস ৬ উইকেটে মাসুদ স্মৃতি রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাত ৯টায় পুরস্কার বিতরণী, র্যাফেল ড্র এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি