মালেক স্মৃতি এফসির কর্মকর্তা মনোনয়ন চেয়ারম্যান ম্যানেজার

13

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত ভেটার্ন ফুটবলে লালখান বাজার চানমারী রোড’র আব্দুল মালেক স্মৃতি ফুটবল ক্লাব অংশগ্রহণ করছে।
উক্ত ভেটারেন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গত ১ নভেম্বর অস্থায়ী কার্যালয়ে কøাবের সভাপতি আব্দুল আলীম কিরনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জেড এন বিল্ডার্সের চেয়ারম্যান আব্দুল হাই জাহাঙ্গীরকে উপকমিটির চেয়ারম্যান ও আব্দুস সাত্তার খোকনকে ম্যানেজার করে একটি উপ-কমিটি গঠন করা হয়। তাদের বলিষ্ট নেতৃত্বে একটি ভালো দল গঠন করার প্রত্যাশা করা হয় এবং সুশৃংখলভাবে ভেটার্ন ফুটবলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মিরন, ফরহাদ হোসেন চৌধুরী, বিশ^জিত সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।