আগামী ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি একথা বলেন। খবর বাংলা ট্রিবিউনের।
উপদেষ্টা বলেন, এটি অফিসিয়াল সফর এবং সফরের সবগুলো উপাদান এখানে থাকছে। এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যিনি ফোন করেছিলেন তিনি হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। ব্যক্তিগতভাবে তিনি প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ। আমরা হয়তো আরও বড় সফরের আয়োজন করতাম। কিন্তু উনি বলেছেন যে তিনি এখনই আসবেন এবং প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবেন। এই সফরে একান্ত আলোচনা, দ্বিপক্ষীয় বৈঠক, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎসহ সবকিছু থাকবে বলে তিনি জানান।
তৌহিদ হোসেন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন। তাদের মধ্যে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, দুই জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। খবর বাংলা ট্রিবিউনের।
মালয়েশিয়ার সঙ্গে বিভিন্নমুখি সম্পর্ক রয়েছে। সবকিছু নিয়ে আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আমাদের শ্রমশক্তির বিষয় আছে। আবার এগুলোতে সমস্যাও আছে। আমরা চেষ্টা করবো সবগুলো দূর করা। আগামী বছর আসিয়ানের চেয়ারম্যান হবে মালয়েশিয়া এবং বাংলাদেশ চায় ওই সংগঠনের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়া সহায়তা করুক। এছাড়া রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়া সবসময় সহানুভুতিশীল এবং বাংলাদেশের পক্ষে রয়েছে, তিনি জানান।