পূর্বদেশ ডেস্ক
মালদ্বীপ ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া সব তরুণ বয়সীদের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ হিসাবে মালদ্বীপই প্রজন্মগতভাবে তামাকের ওপর নিষেধাজ্ঞা দিল। গত ১ নভেম্বর (শনিবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নতুন আইনে ওই বয়সসীমার আওতায় যারা পড়বে, তাদের জন্য এখন থেকে তামাক কেনা এবং বেচা অবৈধ বলে গণ্য হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই পদক্ষেপকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টায় এক ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে বর্ণনা করেছে।
তরুণদেরকে তামাকের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
এখন থেকে কম বয়সী কারও কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুফিয়াহ জরিমানা দিতে হবে। তাছাড়া, ভ্যাপ ব্যবহারে ৫ হাজার রুফিয়াহ জরিমানা দিতে হবে। সব ধরনের তামাকজাত পণ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং তামাকজাত পণ্য বিক্রির আগে কোনো ব্যক্তির বয়স যাচাই করে নেওয়ার প্রয়োজন পড়বে খুচরা বিক্রেতাদের। খবর বিডিনিউজের
মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়া দর্শণার্থীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য থাকবে। তবে মালদ্বীপের তামাক নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস চেয়ারম্যান আহমেদ আফাল বলেছেন, এই নিষেধাজ্ঞা ওই অঞ্চলের পর্যটনে কোনো প্রতিক‚ল প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, মানুষ ধূমপান করতে মালদ্বীপে আসে না। তারা মালদ্বীপের সৈকত, সমুদ্র, সূর্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখা এবং নির্মল বাতাস উপভোগ করতে আসে।
পর্যটনের তথ্য তুলে ধরে আফাল বলেন, নতুন নিষেধাজ্ঞার পরও কোনো পর্যটন বাতিল হয়নি এবং গত বছর পর্যটকের সংখ্যা বেড়েছে। আগামি বছর ২০ লাখের বেশি পর্যটকের আগমন প্রত্যাশা করছি।











