হাটহাজারী প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার গণমাধ্যমে সংগঠনটির দপ্তর সম্পাদক মাওলানা আফসারের পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান একাত্মতা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে তারা বলেন, শনিবার ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালানো হচ্ছে। এতে দেশের খ্যাতনামা আলেম, দাঈ, ইসলামি স্কলার, ওয়ায়েজ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহবান জানাচ্ছি।