‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মিরাজও

1

স্পোর্টস ডেস্ক

গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলা চলছেই। এর প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের মানুষ। করছেন অনেক কর্মসূচি। এবার ‘মার্চ ফর গাজা’ নামে সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। যেখানে বিভিন্ন ইসলামি স্কলারদের পাশাপাশি যোগ দিচ্ছেন ক্রিকেটাররাও। শুরুতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মেহেদি হাসান মিরাজও ফেসবুকে ১২ই এপ্রিল এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলেন। পাশাপাশি সবাইকে যোগ দেওয়ার আহŸান জানান। গাজায় প্রতিনিয়ত চালানো হামলায় হতাহতের সংখ্যা বাড়ছেই। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদদের এ ধরনের সরব অবস্থান বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক সংহতির বার্তাকে আরও জোরদার করছে।