মার্কিন লেখিকা জিলিয়ান লরেন পুলিশের গুলিতে আহত

1

মার্কিন বেস্টসেলিং লেখিকা জিলিয়ান লরেন পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে এই ঘটনা ঘটে। খবর বিবিসির। খবরে বলা হয়, এক গাড়ি দুর্ঘটনার পর পালিয়ে যাচ্ছিলেন তিন সন্দেহভাজন। পুলিশ কর্মকর্তারা তাদের ধরার চেষ্টা করছিলেন। এরমধ্যেই এক সন্দেহভাজন বাসার কাছাকাছি চলে এলে অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন লরেন। ঈগল রক এলাকার ওই বাসায় তিনি স্বামীর সঙ্গে বাস করেন।
লরেনকে বারবার অস্ত্র ফেলে দিতে বলা হলেও তিনি তা না করে উল্টো পুলিশের দিকে বন্দুক তাক করেন। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে তার কাঁধে আঘাত লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এক সন্দেহভাজন লরেনের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালান লরেন। এ সময় পুলিশ গুলি চালালে তিনি কাঁধে আঘাত পান এবং বাড়ি ফিরে যান। আধাঘণ্টা পর বের হয়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
এ ঘটনায় পুলিশ দুই নারীকে হেফাজতে নেয় এবং লরেনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। পরে তার বাসা থেকে একটি ৯ মিলিমিটার হ্যান্ডগান উদ্ধার করে পুলিশ। এরপর তাকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়।