বিশ্ববাণিজ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্কহার ১২৫ শতাংশে উন্নীত করেছে চীন। শুক্রবার বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানান, যেন তারা একত্রে ‘একতরফা দাদাগিরির’ বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ‘দাদাগিরি’ বলতে শি ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক শুল্ক বৃদ্ধির দিকে। ট্রাম্প চীনা পণ্যে শুল্কহার ১৪৫ শতাংশে উন্নীত করার পরেই চীন পাল্টা পদক্ষেপ হিসেবে এ ঘোষণা দেয়। নতুন শুল্ক শনিবার থেকে কার্যকর হবে। চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান শুল্কের মাত্রা বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যে নামিয়ে এনেছে। তাই এই পর্যায়ের পর আর প্রতিক্রিয়ার প্রয়োজন নেই।