রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মারকাজুল হিকমাহ আল ইসলামিয়ার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের পাগড়ি ও সনদ প্রদান এবং বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মারকাজ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এতে শিক্ষার্থীদের সুললিত কন্ঠে হামদ, নাত, কুরআন থেকে তেলোয়াত, খুতবা পাঠ, ইংরেজি বক্তব্য, কবিতা আবৃত্তি পরিবেশন করে।
পরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আকতার হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা নাজমুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি ওলিউল্লাহ, মুফতি নুরুল কবির কাসেমী, মাওলানা নুরুল আমিন, মুফতি গিয়াস উদ্দিন, ক্বারী শওকত বিন মুছা, নাছির উদ্দীন, মাওলানা রফিকুল ইসলাম, একরামুল হক চৌধুরী, মাওলানা ওসমান চৌধুরী, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, ক্বারী আবদুল কাদের, মুফতি মুহাম্মদ এনাম, মাওলানা এনামুল হক, মাওলানা নাজিম উদ্দীন প্রমুখ। শেষে মাদ্রাসার হেফজ সম্পন্নকারী পাঁচজন হাফেজকে পাগড়ি পরিধান করানো হয়।
শেষে বার্ষিক ক্রীড়ার পুরস্কার তুলে দেয়া হয়।