পটিয়া প্রতিনিধি
পটিয়ায় ব্যাটারি চাকিত রিক্শার ঝাকুনিতে মায়ের হাত হাত থেকে ছিটকে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে আহিল উদ্দিন নামের ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশুটির মা জান্নাতুল ফেরদৌস। নিহত শিশু আহিল পটিয়া পৌরসদরের দক্ষিণ গৌবিন্দারখীল ৮ নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ জুবায়ের পুত্র।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পটিয়ার বিওসি রোড এলাকার আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার সামনে সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যাটারি চালিত রিকশা মাদ্রাসা গেটের সামনে ঝাকুনি দিলে মা ও কোলের শিশু রিকশা থেকে পড়ে যান। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক মা ও শিশুটিকে চাপা দেয়। এতে ট্রাক চাপায় শিশুটি ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয়রা জানান, মা জান্নাতুল ও বাবা জুবায়ের আহিলসহ দুই শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমেধ্যে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জুবায়েরের ভাই মোহাম্মদ আশেক জানান, এ ঘটনায় জান্নাতুল ফেরদৌসকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, এ ঘটনায় চাল বোঝাই ট্রাকটি স্থানীয়রা আটক করে। গাড়ি চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।