মায়ামিতে আরেকজন আর্জেন্টাইন চুক্তি নবায়নের পথে মেসি

1

স্পোর্টস ডেস্ক

ইন্টার মায়ামির সঙ্গে আরও এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। সব কিছু ঠিকঠাক চললে ২০২৬ সালে ক্লাবের নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এ খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান চুক্তি ২০২৫ পর্যন্ত হলেও, ক্লাবটি এখন তার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। ‘দ্য অ্যাথলেটিক-এর বরাতে জানা গেছে, আলোচনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষই ইতিবাচক মনোভাব পোষণ করছে। প্রায় এক মাস অপেক্ষার পর, বালতাসার রদ্রিগেজ অবশেষে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে যোগ দিলেন।
রেসিং ক্লাব থেকে ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্রে তার কাজের ভিসার প্রক্রিয়া শেষ করার পর দলটির সঙ্গে অনুশীলন শুরু করেন। বালতাসার মায়ামিতে মেসির সঙ্গে খেলতে যাওয়া আর্জেন্টিনার অষ্টম ফুটবলার। এর আগে রোক্কো রিওস নোভো, অস্কার ইউস্তারি, দাভিদ মার্তিনেজ, গনসালো লুজান, মার্সেলো ওয়েগান্দত, ফেদেরিকো রেদন্দো এবং তাদেও আলেন্দে। মায়ামির কোচ হিসেবে আছেন আরেক আর্জেন্টাইন হাভিয়ের মাচেরানো, যিনি মূলত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে বালতাসারের কোচ ছিলেন।