মামলা-হামলা করে বিএনপির রাজনীতি স্তব্ধ করা যাবে না

38

বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের মাত্রা যত বেশী বৃদ্ধি পাবে বিএনপি সাংগঠনিকভাবে ততবেশী শক্তিশালী হবে উলে­খ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারের অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চার কারণে বাংলাদেশের অজস্র বিএনপি নেতাকর্মী আজ কারাগারের অন্ধপ্রকোষ্ঠে দিনাতিপাত করছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে প্রতিহিংসা পরায়ণভাবে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করে দীর্ঘ ৪ মাস কারাগারে আটকে রেখেছে বর্তমান ফ্যাসিষ্ট সরকার। আজ তার কারামুক্তিতে উপস্থিত উৎফুল­ নেতাকর্মীদের চাঙ্গা মনোভাবই বিএনপির অদম্য সাংগঠনিক ক্ষমতার জানান দেয়। আজ ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় দীর্ঘ ৪ মাস পর চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো.সিরাজ উল­াহ’র কারামক্তিতে দলীয় নেতাকর্মীদের এক তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। উলে­খ্য আজ বিকাল ৫ টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা সামশুল হক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা মো. মহসিন, মহানগর ছাত্রদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি মো. আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মো. শফি, মহানগর ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল, জাফরুল হাসান রানা, সামিয়াত আমিন চৌধুরী জিসান, কুতুব উদ্দিন নয়ন প্রমুখ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আওয়ামীলীগের অগণতান্ত্রিক ও অপরাজনীতির অংশ হিসেবেই বিরোধী মতের প্রতিবাদী কণ্ঠস্বরের বিরুদ্ধে এক লক্ষের অধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার আসামী করা হয়েছে ২৬ লক্ষ নিরপরাধ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীরা আজ নির্মম নির্যাতনের শিকার হয়ে মাসের পর মাস কারাগারে আটকে আছেন। সারা বাংলাদেশের কারাগারগুলো আজ গাজী সিরাজের মতন প্রতিবাদী কণ্ঠগুলোর বন্দিশালা করে রাখা হয়েছে। অবিলম্বে গণতন্ত্রের মা জননী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের নি:শর্ত মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি