মামলা-জিডি নিতে বিলম্ব করা যাবে না

2

পূর্বদেশ ডেস্ক

রাজধানীসহ দেশের কোনও থানায় সাধারণ ডায়েরি (জিডি), এফআইআর বা মামলা গ্রহণে অসম্মতি কিংবা বিলম্ব না করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনও কোনও ক্ষেত্রে কোনও কোনও থানায় জিডি, এফআইআর বা মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন বা বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম কোনোভাবেই দীর্ঘায়িত করা যাবে না। খবর বাংলা ট্রিবিউনের।
পরিপত্রে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে এ পরিপত্র জারি করা হলো।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত আলোকচিত্রী তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে নিউ মার্কেট থানায় মামলা দিতে গিয়েছিলেন। দীর্ঘ সময় তার মামলা নিতে গড়িমসি করে নিউ মার্কেট থানা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অর্ধশতাধিক ছাত্র-জনতা খবর পেয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন এবং রাত দেড়টার দিকে মামলা নেওয়া হয়।