মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, জিয়াউর রহমান এখন মৃত। খেতাব নিলেও জিয়াউর রহমান জিয়াউর রহমান থাকবেন। লক্ষ-কোটি মানুষের কাছে, অনাগত ভবিষ্যতের কাছে তিনি এই দেশের একজন বীর মুক্তিযোদ্ধা রূপেই ইতিহাসে চিহ্নিত থাকবেন। জিয়াকে নিয়ে মানুষের মধ্যে যে আবেগ তা যুগে যুগে মানুষের হৃদয়ে বহমান থাকবে। তিনি ৩০ মে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম রব, আব্দুর রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দিন বাবু, আবু মুসা, মজিবুর রহমান জঙ্গল, পাঁচলাইশ থানার আহবায়ক মো. আলী সাকি, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, ইকবাল পারভেজ, আব্দুল হামিদ, ওমর ফারুক, খুলশী থানার আহবায়ক হেলাল হোসেন, আকবরশাহ থানার আহŸায়ক গিয়াস উদ্দিন টুনু, চাঁন্দগাও থানার আহবায়ক গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. টিপু, শাহজালাল পলাশ, জাফর আহমদ খোকন, সহ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মাহাবুব, কমল জ্যোতি, ইব্রাহিম খান, জাহাঙ্গীর আলম মানিক, আব্দুর রহমান টিপু, সাইদুল, এম এ হামিদ, শওকত খান রাজু, মো. মন্জু, আশিক মল্লিক, মিন্টু, মিল্টন, মোরশেদ কামাল, নুর নবী, আলী আজম মাসুম, ইউসুফ আলী লিটন, শাহেদ হোসেন, খান পারভেজ, সরওয়ার হোসেন সেলিম, আইয়ুব খান, রিদুয়ান হোসেন জনি, ইয়াছিন আরাফাত রিয়াদ, শহিদুল ইসলাম, জাবেদ হোসেন, মো. ইউনুছ, মেসবাহ উদ্দিন, বাদশা, জহিরুল ইসলাম, এস এম আলী, মো. হাসান, সাহবাজ প্রমুখ। বিজ্ঞপ্তি