মানুষের দৃষ্টি আড়াল করার চক্রান্ত চলছে : ইমাম হায়াত

1

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, র‌্যাব, পুলিশ-আনসারদের পোষাক পরিবর্তন এক বিশাল অপচয় যা রাষ্ট্র ও জনগণের তহবিল তসরুফের পর্যায়ে পড়ে। চরম দায়িত্বহীনতার কারণে দেশে শত শত কল কারখানা বন্ধ হয়ে লক্ষ লক্ষ কর্মজীবী ঘর পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে। ১৮ জানুয়ারি রাজধানীর ইনসানিয়াত বিপ্লবের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোনো বাহিনীর পোশাকের রঙ বা ডিজাইন, এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয় সমাধানও নয়। মানুষের দৃষ্টি আসল সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করার চক্রান্ত মাত্র। পাকিস্তানি বিভিন্ন বাহিনীর সাথে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন। পোশাক পরিবর্তন করলেই কোনো বাহিনী সৎ দক্ষ বা উন্নত হয় না। পোষাক পরিবর্তন করলেই চরিত্র পরিবর্তন হয় না। পুলিশ বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের উপর। পুলিশকে এখনো কেবল ক্ষমতাসীনদের অসৎ স্বার্থে ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তি