মানুষের কল্যাণের মধ্যেই নিহিত আল্লাহর সন্তুষ্টি : অধ্যক্ষ হেলালী

1

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানুষের কল্যাণ সাধনেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের মানবতা। ইসলাম মানবকল্যাণের ধর্ম, আর সে শিক্ষার বাস্তবায়নেই শান্তি নিহিত। ১২ মার্চ বিকাল ৩টায় নগরীর ৮ নম্বর শুলকবহরস্থ আল ফালাহ সাংগঠনিক ওয়ার্ডে দুস্থদের মাঝে রমজানের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমীর তৌহিদ আযাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নগর পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। বিশেষ অতিথির বক্তব্য দেন থানা সেক্রেটারি মাওলানা মুফিজুল হক, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল্লাহ তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন আল ফালাহ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা এবিএম ইমরান, হাফেজ সাদ বিন সালাম, মুহররম আলী, জাহাঙ্গীর আলম ও আবুল কালাম প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, এ মাসে দান-সাদকার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত ইবাদত। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর আহবান জানান। বিজ্ঞপ্তি