খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাতে উপজেলার কালাপানি নতুন বাজার এলাকায় ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমাকে ভোট না দেওয়ায় এলাকাবাসীর ওপর অত্যাচার-নির্যাতনসহ চাঁদা আদায়ে হুমকী-ধমকী দিয়ে আসছে সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে মানিকছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজিউর ও লে. ফাহিমের নেতৃত্বে পৃথক ২টি টহল দল কালাপানি নতুন বাজার এলাকায় বাজারের পিছনে একটি বাড়ীতে দবন চাকমা ও মংসানু মারমাসহ ৩জন সন্ত্রাসীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘরটিতে তল্লাসী চালিয়ে কাঠের স্তুপের ভিতর থেকে ব্যবহার উপযোগী একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্র মানিকছড়ি থানায় জমা দেয়া হয়েছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।