রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির প্রবেশ পথ মানিকছড়ি চেকপোস্টে একজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকালে মানিকছড়ি চেকপোস্ট এলাকায় একজন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চেকপোস্টে ডিউটিরত পুলিশ কনস্টেবল ইরফঅন আহম্মদ জিজ্ঞাসাবাদের জন্য চেকপোস্টের ভেতরে নিয়ে যান। পরে তার তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে কোতয়ালী থানার টহল পুলিশের কাছে হস্থান্তর করে।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোস্তফা কামাল জানান, মানিকছড়ি চেকপোস্টের পাশে একজন রোহিঙ্গা নাগরিককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি মিয়ানমারের নাগরিক। তার নাম মো. ওসমান গণি (৩৬)। তিনি কক্সবাজারের উখিয়াস্থ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর সৈয়দ হোসেন ও চৌহুরা খাতুনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মুহিত আলমের সহায়তায় রোহিঙ্গা লোকটিকে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ব্রিজের কাজ করার জন্য তৈয়ব আলী নামের একজন মিস্ত্রি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে এখানে নিয়ে আসেন। এখন তৈয়ব আলীকে খুঁজছে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, রাঙামাটির প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট এলাকা থেকে মিয়ানমারের নাগরিক এক রোহিঙ্গাকে রবিবার সকালে আটক করে পুলিশ। ওই যুবক কুতুপালং ৫নং ক্যাম্প থেকে পালিয়ে রাঙামাটি পার্বত্য জেলার কুতুকছড়ি ব্রিজের কাজ করতেন।