দেশবরেণ্য মানবাধিকার সংগঠক, সুপ্রসিদ্ধ আইনজীবী ও প্রজ্ঞাবান সমাজচিন্তক অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানকে সম্মাননা জানিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোকিত জাতি-সুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১নং এলাকায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজসুবাপ-এর সভাপতি সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌল্লাহ। ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী গোলাপ রহমান, উন্নয়ন সংগঠক সোহেল আক্তার খান, ইউসুফ বাহার চৌধুরী, সমাজকর্মী ওবায়দুল হক মনি, এবিএম ইমরান, শিক্ষা চিন্তক আবদুল বাতেন, ইকো ফ্রেন্ডস’র সভাপতি উত্তম কুমার আচার্য্য, পীরজাদা এস. এম. ফিরোজ, মো. নজরুল হোসেন (শুকরিয়া), এ্যাডভোকেট এস এম ইমরান রাজ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, রোটারিয়ান মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, শামসুদ্দিন শামসু, এস এম আব্দুল্লাহ আল কাইয়ুম, মুহাম্মদ বাবর কাদেরী, এ. এইস. এম. জসীম উদ্দিন, নোমান উল্লাহ বাহার, মানবাধিকার কর্মী এডভোকেট কে এম শান্তনু চৌধুরী, হাসান আল বান্না প্রমুখ সহ বিপুল সংখ্যক সমাজকর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন।
বক্তারা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের দীর্ঘদিনের মানবাধিকার রক্ষার আন্দোলন, গরিব-নির্যাতিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদান এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন। পরিবেশ সন্ত্রাসী ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে আইনী প্রতিরোধ গড়ে তুলতে তাঁর সাহসী ভূমিকা অতুলনীয়। অনুষ্ঠানে অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানকে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান থেকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় জিয়া হাবীব আহসান বলেন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আমি আজকের এই ভালোবাসা ও সম্মাননার জন্য কৃতজ্ঞ এবং আগামী দিনগুলোতেও সমাজের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। সৈয়দ সিরাজুদ্দৌলা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান যেভাবে অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা নতুন প্রজন্ম অনুসরণ করলে একটি প্রত্যাশিত আলোকিত সমাজ গড়ে উঠবে। বিজ্ঞপ্তি