হাজার বছর ধরে এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানরা পাশাপাশি বসবাস করে আসছে। বিভিন্ন চড়াই-উৎরাই পার হয়ে এদেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী দিন দিন হ্রাস পাচ্ছে। অথচ, প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের সংখ্যালঘুদের সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য। পক্ষান্তরে, আজ তাদের অবদান অস্বীকার করে দেশের অগ্রগতিকে পেছনে নেওয়া হচ্ছে। গত ২০ মে বেলা ৪টায় আন্দরকিল্লাস্থ আর্বান সেন্টারের ঐক্য পরিষদ কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক শেখর দত্ত, সাগর মিত্র, তাপস দে, সাজীব বৈদ্য, জয়প্রকাশ দত্ত, অধ্যাপক নীলমনি শর্মা, রাখাল নাথ, এড. সুমন সরকার, গৌতম দাশ, রূপসী দাশ, দীপু সেন, হরিপদ চৌধুরী বাবুল, তন্ময় দাশ, নিউটন সরকার, দেবাশীষ সিকদার, অনুপ দাশ, উত্তম দাশ, আশুতোষ চৌধুরী টিকলু, সাজীব দত্ত, পলাশ মিত্র, শাবলু মিত্র, শিমুল পাল প্রমুখ। বিজ্ঞপ্তি