বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে প্রতি বছরের মত এবারও দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সিএমপি নাজমুল হাসান। প্রধান অতিথি বলেন গরীব দুখী অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা হয়। তিনি অসহায়দের সহায়তা করতে সমাজের বিত্তশালীদের প্রতি আহব্বান জানান। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির কার্যকরী সভাপতি লায়ন মো. আলমগীর।
পশ্চিম মাদারবাড়ী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে গত ৮ জানুয়ারি বিকেল ৪ টায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিতরণ কমিটির আহব্বায়ক ও সহ-সভাপতি এম এ কাশেম, সহ-সভাপতি নূর মোহাম্মদ মধু, বিতরণ কমিটির সদস্য সচিব হাজী চান্দু মিয়া, জেলা কমিটির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলমগীর চৌধুরী, শিব্বীর আহমদ ওসমান, হারুনুর রশীদ মান্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, আজীবন সদস্য মোঃ একরামুল্লাহ, স্বাস্থ্য সম্পাদক ডাঃ মীর হোসেন মাসুম, যুব কল্যাণ সম্পাদক নুরুল হায়দার কচি, সহ-সাংগঠনিক সম্পাদক আবু শাহাদাত চৌধুরী শিপন, দপ্তর সম্পাদক মোঃ নূর জামাল চৌধুরী, সম্পাদক মন্ডলীর শামছুজ্জামান সুমন, শামসুদ্দীন রুবেল, মোঃ সাহাব উদ্দিন, মোঃ ফকরুদ্দীন, মিজানুর রহমান, আমির হোসেন সুমন, জিয়াউর রহমান, মোঃ মহসিন, শিক্ষক মোহাম্মদ ইউনুছ, মোঃ ইলিয়াছ, ঝর্ণা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি