মানবসেবা হল তরিকতের অন্যতম দীক্ষা

2

গত ১৮ জানুয়ারি শনিবার বিকেল তিনটায় বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে প্রকাশিত আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা জার্নাল “মাজাল্লাতু আয্ যিকর ওয়াল ফিকর” এর মোড়ক উন্মোচন ও মিসটিজম একর্ডিং টু জালালুদ্দিন রুমি (রা.) বিষয়ে সেমিনারে সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী বলেন, ইসলামী শরীয়তের ইবাদতসমূহের সৌন্দর্য বর্ধনে অন্যতম সহায়ক হলো ত্বরিকত। ত্বরিকত মূলত শরীয়তের সেবক। আর মানব সেবা হল তরিকতের অন্যতম দীক্ষা। সকল সৃষ্টিজীব আল্লাহর পরিবার। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের শিক্ষাই হলো আল্লামা জালাল উদ্দিন রুমি রাহ. এর আধ্যাত্মিকতার দর্শন। সেমিনারে মিসটিজম একর্ডিং টু জালালুদ্দিন রুমি (রা.) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ও মাজাল্লাতু আয যিকর ওয়াল ফিকর এর প্রধান সম্পাদক ড. আ ক ম আবদুল কাদের। উপস্থাপিত প্রবন্ধের আলোচনায় তিনি বলেন, আল্লামা জালালুদ্দিন রুমি রাহ. এর আধ্যাত্মিকতায় শরীয়ত ও ত্বরিকতের সংমিশ্রণ ছিল। রুমিকে জানার জন্য তাঁর ওস্তাদ শামস তিবরীযিকে জানা আবশ্যক। মাজাল্লাতু আয যিকর ওয়াল ফিকর এর সহকারী সম্পাদক ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈনের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক। আলোচক ছিলেন মাওলানা বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র, ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী, চবি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নূরে আলম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আবদুর রহমান। বিজ্ঞপ্তি