মানবসভ্যতাকে আলোকিত করতে ধর্মীয় চেতনার উন্মেষ অনস্বীকার্য

1

নগরীরর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী দুর্গাপাড়া প্রাঙ্গণে বৈষ্ণব চূড়ামণি ১০৮ হরিপদ দাস গোস্বামী প্রতিষ্ঠিত গৌর গদাধর ভাগবত সংঘের উদ্যোগে দামোদর উৎসব, নিয়ম সেবা ও মাসব্যাপী নগর কীর্তন এবং ৩৭তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে ধর্মসম্মেলন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লায়ন বাসু চৌধুরীর সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক কৃষ্ণা দাশ। তিনি বলেন, দামোদর উৎসব নিজেদের জাগানোর উৎসব। প্রদীপ জ্বালানোর মধ্যদিয়ে মূলতঃ অন্তর আত্মাকে বিকশিত করতে হবে। মানব সভ্যতাকে আলোকিত করতে ধর্মীয় চেতনার উন্মেষ অনস্বীকার্য। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীমৎ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বৈষ্ণবপ্রবর রতন মজুমদার সাধু। উদ্বোধক ছিলেন জনতা ব্যাংকের সাবেক উপ-মহাব্যব¯’াপক লায়ন শম্ভু দাশ। মহান অতিথি ছিলেন সমাজসেবক বলাই চৌধুরী, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে, বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রনী।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শিবু কুমার দাশ, সহ-সভাপতি বিপ্লব পাল চৌধুরী, শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের সভাপতি রবিন সাহা, পরিমল দাশ, উজ্জ্বল ভৌমিক। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল সরকার, সহ-সভাপতি জুয়েল দে, সাধারণ সম্পাদক পলাশ কুরী প্রমুখ। অনুষ্ঠানে ভাগবত পাঠ করেন বৈষ্ণবপ্রবর প্রণব বসাক। অধিবাস কীর্ত্তন করেন বিশিষ্ট টিভি ও বেতার শিল্পী সুধামা দাশ সুজন। পরের দিন অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি