মানবতার ভিত্তিতে রাষ্ট্র গঠনে কাজ করছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

1

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িকতা ও বস্তুবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে মানবতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসতে হবে। ১৯ মে এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, কিছু ব্যক্তির অপতৎপরতায় দমন-পীড়ন, রাষ্ট্রদ্রোহিতার অপবাদে মিথ্যা মামলা, শান্তিপূর্ণ প্রতিবাদকে অপরাধ গণ্য করা এবং বিশেষ করে মা-বোনদের গ্রেফতার ও লাঞ্ছনার মত ঘটনার মাধ্যমে এক ভয়ংকর রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে। কিছু বেপরোয়া কর্মকর্তার কর্মকাÐে জনগণের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ, জামিন না দেয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের অভিযোগ আসছে। নারায়ণগঞ্জে এক নারী নেত্রী ও কয়েকজন শিল্পীকে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই ধরনের আচরণ রাষ্ট্র ও সরকারের মর্যাদা ক্ষুন্ন করছে।’ বিজ্ঞপ্তি