চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বৈলতলী জাফরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল গফুর রেজভীর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। গত ২৫ আগস্ট (রবিবার) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী। এ ব্যাপারে তিনি চন্দনাইশ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিনের মতো রবিবার সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসায় গিয়ে ৯ টায় অফিশিয়াল কার্যক্রম শুরু করি। এ সময় ৪০-৫০ জন বহিরাগত লোকজন মাদ্রাসায় প্রবেশ করে। এসময় সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মোবাইল ফোন বন্ধ করে দিয়ে তা ছিনিয়ে নেয়। এ সময় তারা পদত্যাগপত্রে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আমি অপরাগতা প্রকাশ করলে তারা আমার সাথে দূর্ব্যবহার করে। তাদের অসহ্যকর চাপ ও তাদের সাথে থাকা অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশেরও হুমকি দেয়। বাধ্য হয়ে তাদের দেয়া সাদা কাগজে পদত্যাগ করছি মর্মে স্বাক্ষর দেই। বিষয়টি আমি মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি জানান, ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামে একটি সভায় থাকায় সরাসরি লিখিত অভিযোগ দিতে পারিনি। তিনি ফিরলে তাঁকেও বিষয়টি লিখিতভাবে জানাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, আমি বিষয়টি শুনেছি। সোমবার অধ্যক্ষ সাহেŸকে আমার অফিসে এসে এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য বলেছি।