সাতকানিযা প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন মাদার্শা যুব উন্নয়ন পরিষদ। গতকাল শুক্রবার সকালে ১নং ওয়ার্ডের হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ৩০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, দুঃস্থ নারীদের আত্মনির্ভরশীল করে তোলা সমাজ পরিবর্তনের অন্যতম উপায়। সমাজের বিত্তবানদের উচিত এই ধরনের মানবিক উদ্যোগে অংশগ্রহণ করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সভাপতি ও ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, মাদার্শা ইউনিয়ন জামায়াতের আমীর কে এম আবু মুসা ও চেয়ারম্যান ফরিদুল আলম, এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন পরিষদের সেক্রেটারি শাহাদাত হোসেন, সহসভাপতি মমিনুর রহমান, সদস্য নুরুল কবির, মো. ইউনুস, হেলাল উদ্দিন, মাইনুদ্দিন জীবন, মকবুল আহমদ আরিফ, মোস্তাক আহমদ ও মোয়াজ্জেম হোসেন।











