আগুনে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় চার কক্ষের একটি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ওই এলাকার বায়তুস সালাত মসজিদ লেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার ইফতেখার উদ্দিন এ তথ্য জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইফতেখার উদ্দিন বলেন, সকাল সোয়া ১০টায় আগুনের সূত্রপাত ঘটার পর পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুনের সূত্রপাত ঘটে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আগুনে চার কক্ষের একটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।