সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড উপজেলার মাদাম বিবিরহাট শাহাজাহান উচ্চ বিদ্যালয়ের তারুণ্যের উৎসব ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান শিক্ষক এ বি এম গোলাম নূরের সভাপতিত্বে তারুণ্যের উৎসবের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও মাদাম বিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় সভাপতি কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস. মোস্তফা আলম সরকার, বিদ্যালয়ের সাবেক ছাত্র ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, নুরুল আনোয়ার, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জমির উদ্দিন, নূর হোসেন, খোরশেদ, শেখ শাহাবুদ্দিন, ইসমাইল চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বক্তারা বলেন, তারুণ্যের এই ছাত্র-ছাত্রীরা হচ্ছে এদেশের শক্তি, তাই প্রতিটি ছাত্রকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে, সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের এই উৎসবের আমেজ গড়ে তুলতে হবে।