মাদক ব্যবসায়ী ও জবর দখলকারীদের ছাড় নেই : নজিবুল বশর এমপি

62

ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, উপজেলায় কোন ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের গডফাদারদের ছাড় দেয়া হবে না। এমন কি যে কোন রাজনৈতিক দলের হলে ও কোন নেতার দোহাই দিয়ে রক্ষা পাবে না। সুযোগ সন্ধানীরা ক্ষমতাশীন দলের নাম বলে পার পেতে চেষ্টা করবে। প্রশাসনকে হুমকি দিবে, আমার নাম ও ব্যবহার করতে পারে। এসব যারা করবে তাদের আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, সকল জন প্রতিনিধিদের সাথে অনেকে ছবি তুলবে। যারা ছবি তুলবে তারা কি করে তাতো জনপ্রতিনিধিরা জানে না। তাছাড়া জায়গা দখল বাজদেরও রেহায় না দিতে প্রশাসনের প্রতি পূন:রায় নির্দেশ দেন। তিনি গত ২২ জানুয়ারী ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মো. জানে আলম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজ-উদ-দ্দৌলা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, রুস্ত আলী, মো. জানে আলম মোহাহাম্মদ শাহনেওয়াজ, মো. ইব্রাহিম তালুকদার, সরোয়ার উদ্দিন, সোয়েব আল ছালেহীন, মো. কায়ুম, প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, চেয়ারম্যান এস এম সোলায়মান,আব্দুল হালিম,এ কে এম সরোয়ার হোসেন, ইকবাল হোসেন, অহিদুল আলম প্রমুখ। আইন শৃঙ্খলা সভা শেষে মাসিক ৫৩তম সাধারণ সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।