রাঙ্গুনিয়া প্রতিনিধি
মাদক, ইভটিজিংসহ নানা অপকর্মরোধে এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোযোগী করতে প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছে যুব স্কোয়াড রাইডার্স। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন এলাকার উঠতি বয়সী তরুণ, যুবকসহ যুব স্কোয়াড রাইডার্স এর উপদেষ্টা ও সদস্যরা।
সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন জানান, আমরা মাদকসহ নানা অপকর্ম প্রতিরোধে প্রতিবছরই এমন খেলার আয়োজন করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য যুব সমাজকে খেলাধুলার প্রতি দাবিত করা। এ ছাড়া মাঝে মধ্যে আমরা চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করি। সেখান থেকে যে অর্থ পা তা আমরা পুরষ্কার হিসেবে না দিয়ে কোন জটিল রোগীকে প্রদান করি। আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।