‘মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে’

41

বান্দরবানের আলীকদমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ পালিত হয়েছে। গত বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ দিবস উপলক্ষে র‌্যালি ও র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, ১ নং সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুবিন, ৩নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা, পরিসংখ্যান কর্মকর্তা আ.ক.ম সাদেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর রহমান, আলীকদম থানার সেকেন্ড অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর নূরী, ইউআরসির সহকারী ইনন্সট্রাক্টর মো. আলমগীরসহ আলীকদমের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবাল বলেন, আমাদেরকে সর্বদা মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখতে হবে এবং মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রুখে দিতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সহযোগিতা করতে হবে। মাদকবিহীন একটি সমাজ একটি দেশকে ভালোকিছু উপহার দিতে পারে যা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। প্রত্যেক পিতামাতাকে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং সন্তান যাতে কোনো খারাপ কাজে যুক্ত হতে না পারে সেদিকে সর্বদা খেয়াল রাখতে হবে। সকলের একান্ত সহযোগিতায় আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে আলীকদম উপজেলাকে মাদকমুক্ত রাখবো।