মাত্র ১০ ওভারেই পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু

1

স্পোর্টস ডেস্ক

আইপিএল ২০২৫ এর প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার (২৯ মে) আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে তারা পাঞ্জাব কিংসকে মাত্র ১০ ওভারে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব কিংসকে আটকে দিয়েছিলেন মাত্র ১৪.১ ওভারে ১০১ রানে। দলের এই জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন আরসিবির দুই বোলার জস হ্যাজলউড ও সুয়াস শর্মা। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন, হ্যাজলউড ২১ রান দিয়ে এবং সুয়াস শর্মা ১৭ রান দিয়ে।
১০১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেঙ্গালুরু। যদিও ইনিংসের শুরুতেই কোহলি ১২ রান ও মায়াঙ্ক আগারওয়াল ১৯ করে আউট হয়ে যান, তবে ফিল সল্টের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় তারা। মাত্র ২৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনটি ছক্কা ও ছয়টি চার মারেন সল্ট। ১৫ রানে অপরাজিত থাকেন রজত পাতিদার।
তবে পাঞ্জাব কিংস হারলেও তাদের সামনে এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। ইলিমিনেটর রাউন্ডে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার-২ মোকাবেলা করবে ফাইনালে ওঠার জন্য।