‘মাতৃমৃত্যু কমাতে দরকার সামাজিক সচেতনতা ও কর্ম পরিকল্পনা’

1

মাতৃমৃত্যু হার কমাতে সামাজিকভাবে সচেতনতার পাশাপাশি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া জরুরি মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত সোমবার অ্যাপোলো ইম্পেরিয়াল মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে চট্টগ্রামে অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ তথা ওজিএসবি চট্টগ্রাম শাখার আয়োজনে দৈনিক আজাদীর সহযোগিতায় বিশেষ গোলটেবিল বৈঠকে মাতৃত্বকালীন সচেতনতা, নিরাপদ প্রসব ও অপারেশনজনিত ঝুঁকি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাতৃত্বকে নিরাপদ করতে এর বিভিন্ন কারণ ও প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য- কোন মাকে পিছনে না রেখে মাতৃস্বাস্থ্য সেবায় সমতা।
বৈঠকে বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে গর্ভধারণের শুরু থেকে সন্তান জন্মদানের পুরো সময়টিতে মা ও শিশুর প‚র্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। গর্ভকালীন অবহেলায়, নিয়মিত চেকআপ না করালে নানা জটিলতায় মা ও শিশু দুই জনই ঝুঁকিতে পরতে পারে বলে জানান ওজিএসবি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডাক্তার কামরুন নেসা রুনা। দেশে লাগামহীন সিজারিয়ান বিষয়ে সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে ওজিএসবি চট্টগ্রামের সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী জানান মায়ের অসচেতনতা ও বিশেষায়িত চিকিৎসা সেবার অভাবে দিন দিন বাড়ছে সিজারিয়ান শিশুর জন্মদান। এতে বাড়ছে মা ও শিশুর মৃত্যুঝুঁকিও।
বক্তারা এসময় মাতৃত্বকালীন পুষ্টি ও মানসিক স্বাস্থ্য ও সচেতনতায় পরামর্শ দেন। দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক পারিহা আক্তার বলেন, শিশু জন্মদানের প‚র্বে মায়েদের মানসিক স্বাস্থ্যের উপর নজর দেওয়া জরুরি।
এসময় উপস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তাসলিম উদ্দিন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক মিসেস পারিহা আক্তার, মা ও শিশু মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নাহার দস্তগীর, চট্টগ্রাম মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার ফাহমিদা ইসলাম চৌধুরী, ইমেজ ক্লিনিকের পরিচালক সেলিনা আখতার, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রামের মহাসচিব প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া, সাবেক সভাপতি প্রফেসর ডা. শামসুন্নাহার, সাবেক সভাপতি প্রফেসর ডা. রওশন মোরশেদ, সাবেক সভাপতি প্রফেসর ডা. শামীমা সিদ্দিকা, মেমন হাসপাতালের সাবেক সিনিয়র কনসালট্যান্ট ডা. প্রীতি বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি