চকরিয়া প্রতিনিধি
গত দুইদিন ধরে টানা বর্ষণের ফলে চকরিয়ায় মাতামুহুরী নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী ভাঙ্গনের আশংকা থাকায় প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়। শুক্রবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসন মোহাম্মদ আতিকুর রহমান। এ সময তিনি নদীর তীরবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ১০টি পরিবারকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রূপায়ণ দেব, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, চকরিয়া পৌরসভার কর শাখার প্রধান জহিরুল মওলা, হিসাব শাখার প্রধান শাফায়েত হোসেনসহ উপজেলা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গত দুইদিন ধরে টানা বর্ষণ অব্যাহত থাকায় এবং আরো ভারী বর্ষণের আশংকা থাকায় পাহাড় ধসের পাশাপাশি নদী ভাঙ্গনেরও আশংকা দেখা দেয়। ফলে পাহাড়ের পাদদেশে বসবাসরত ও নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। মাতামুহুরি নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকার বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে। শুক্রবার রাতে বেড়িবাঁধ পরিদর্শনে গিয়ে নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ বসবাসরত ১০টি পরিবারকে দেখা যায়। এ মময় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।